সিরাজগঞ্জের কামারখন্দে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ কোরবান আলী (৩৮) নামে এক যুবককে আটক করেছে। মঙ্গলবার রাতে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কোরবান আলী কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে ১৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছেন।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝাঐল ওভার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কোরবানকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধ সাতটি ডাকাতি, তিনটি অস্ত্র মামলাসহ ১৮টি মামলা রয়েছে। যার সবকটি বিচারাধীন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ