২৬ নভেম্বর, ২০২০ ২০:৪১

সরাইলে মাস্ক না পড়ায় ২৮ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরাইলে মাস্ক না পড়ায় ২৮ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাস্ক না পড়ায় ২৮ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা। 

উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সরকারি প্রজ্ঞাপন ও উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণার পরও উপজেলার সর্বত্রই লোকজন মাস্ক ছাড়াই যত্রতত্র চলাচল করছেন। হাট বাজার, ব্যবসা প্রতিষ্ঠান ও সকল প্রকার যানবাহনে মানুষ মাস্ক ছাড়াই যাতায়াত করছেন। মানা হচ্ছে না সামাজিক দূরত্বও। ফলে শীতকালে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা প্রিয়াংকা। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর