কুড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম শান্তি রানী।
সোমবার দুপুরে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তি রানী রায় (৩৪) উপজেলার বড়ভিটা চৌকিদারটারী গ্রামের কৃষ্ণ চন্দ্র বর্মণের স্ত্রী।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার সকালে আত্মীয়ের বাড়ি যেতে শান্তি রানী তার পরিবারের আরো সদস্যের সাথে উলিপুরে উদ্যেশ্যে বের হন। অটোরিকশা যোগে যেতে তিনি উলিপুরের বড়ভিটা ইউনিয়নের খেজুরের তল এলাকায় এসে পৌঁছান। সেখানে একটি রাস্তার বাঁক থাকায় অটোরিকশা মোড় ঘুরতে গেলে শান্তি রানী ছিটকে দূরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন