ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিনামূল্যে ৩ হাজার কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে-এ আলম প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাজেরা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জামশেদ শাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) হাজেরা বেগম বলেন, পৌর শহরসহ উপজেলার ৫টি ইউনিয়নের ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষককের মাঝে জনপ্রতি ২ কেজি করে ধান বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ