ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দারুস ছুন্না হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। ব্যাডমিন্টন খেলার সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় এই দুর্ঘটনা ঘটে।
মাদ্রাসার প্রধান হাফেজ কারী মো. ওমর ফারুক বলেন, আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের কুঠুরাকান্দি গ্রামের মঞ্জু শেখের ছেলে রাসেল শেখ (১৪) বিকেলে ব্যাডমিন্টন খেলছিল। খেলার এক পর্যায়ে ফেদার মাদ্রাসার আম গাছের ডালে আটকে যায়। রাসেল মাদ্রাসার চালের উপর উঠে ওই গাছ থেকে ফেদার আনতে গেলে চালের উপর থাকা বিদ্যুতের তারে সে স্পৃষ্ট হয়ে নিচে থাকা গাছের গুড়ির উপর আছড়ে পড়ে মারাত্মক আহত হয়। সাথে সাথে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্ঞান ব্রত শুভ্র তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ হাসপাতালে থেকে বোয়ালমারী পুলিশ থানায় নিয়ে যান।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জ্ঞান ব্রত শুভ্র বলেন, হাসপাতালে আনার পর রাসেলকে মৃত অবস্থায় পেয়েছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ