ভূমি অফিসে দালালি করার অভিযোগে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আব্দুর রশিদ (৪৬) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেস ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক। ওই দালাল তেঁতুলিয়া ইউনিয়নের সাহেবজোত গ্রামের কাইমদ্দীনের ছেলে।
সূত্রে জানা যায়, আব্দুর রশিদ তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিসে দীর্ঘদিন ধরেই দালালি করে আসছিলেন। অফিসে কাজ করিয়ে দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছে টাকা পয়সা নিচ্ছিলেন তিনি। সম্প্রতি সিসি ক্যামেরার মাধ্যমে ওই ব্যক্তির গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছিল। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তি আবারো ভূমি অফিসে গিয়ে সরকারি কাজ কর্মে ব্যাঘাত ঘটান। এ সময় অফিসের লোকজন তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) মাসুদুল হক বলেন, ভূমি অফিসে দালালদের দৌরাত্ম বন্ধ করার জন্যই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলার যে কোন ভূমি অফিসে দালালদের দৌরাত্ম থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সেই সাথে আমরা সেবা গ্রহণকারীদেরকেও দালালদের সঙ্গ এড়িয়ে চলার অনুরোধ করছি।
বিডি প্রতিদিন/আল আমীন