বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. কবির হোসেনের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও সম্পদের হিসাব গোপন করার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গত মঙ্গলবার বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন একই ওয়ার্ডের অপর কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ্য করেন, কাউন্সিলর প্রার্থী মো. কবির হোসেন তার দাখিলকৃত মনোনয়নপত্রে মিথ্যা তথ্য ও সম্পদের হিসাব গোপন করেছেন। তিনি অনেক অর্থ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তা গোপন করার পাশাপাশি তার শিক্ষাগত যোগ্যতার তথ্যও গোপন করেছেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার ফরাজি বেনজির আহমেদ বলেন, লিখিত একটি অভিযোগ পেয়েছি। কিন্তু অভিযোগে যে বিষয়গুলো বলা হয়েছে, তৎক্ষণিকভাবে তার কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
বিডি প্রতিদিন/এমআই