ঝাঁকে ঝাঁকে অতিথি পরিযায়ী পাখির দেখা মিলছে নাটোর শহরতলির বড়ভিটা ও মলিকহাটি বিলে। ২০২০ সালের শুরু থেকে রশিয়া ও সাইবেরিয়াসহ বিশ্বের শীত প্রধান দেশ হতে শত শত পাখি বিলে এসে সৌন্দর্যের বিকাশ ঘটাচ্ছে। এই দু'টি বিলকে পরিযায়ী পাখিদের অভয়াশ্রম ঘোষণা করার দাবিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে মৌন মানববন্ধন করেছে এলাকাবাসী।
স্বেচ্ছাসেবী লীগ হ্যালো নাটোরের আয়োজনে ও নাটোর জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, শহর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর নাফিউ ইসলাম অন্তর।
আরও বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী নাসিম উদ্দীন নাসিম, যুবলীগ নেতা আব্দুস সামাদ, ছাত্রলীগ নেতা রাহুল রহমান খান হিরা, লালসবুজ সংঘের সভাপতি শেখ রিফাদ মাহমুদ ও সাধারণ সম্পাদক নাহিদ হোসেন ও সাংবাদিক খান মামুন।
বর্তমানে বড়ভিটা ও মলিকহাটি বিলে বিচরণ করা পরিযায়ী পাখির সংখ্যা পাঁচ থেকে ছয় লাখ হবে বলে স্থানীয় পাখিপ্রেমীদের ধারণা। বিলটি শহরের একদম কাছে হওয়ায় সেখানে প্রতিদিনই সকাল-বিকাল শত শত দর্শণার্থী যাচ্ছেন। বক্তারা অবিলম্বে দুটি বিলকে অতিথি পাখির অভয়ারণ্য তৈরি ও সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই