জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের কেন্দুয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমিরন বেওয়া (৭৫) জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত জসির উদ্দিনের স্ত্রী।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃদ্ধা জমিরন বেওয়া সদরের জোকারপাড়া এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় কেন্দুয়া রেলস্টেশন এলাকায় রেল লাইন পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার