বান্দরবানে শুরু হয়েছে ই-পাসপোর্ট কার্যক্রম। বৃহস্পতিবার সকালে জুম মিটিংয়ে যুক্ত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে জুম মিটিংয়ে যুক্ত ছিলেন ঢাকার ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হোসেন, চট্টগ্রাম পাঁচলাইশের আঞ্চলিক পার্সপোট অফিসের উপ-পরিচালক মাসুম হোসেন, বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. সাকাওয়াত হোসাইন।
বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো: সাকাওয়াত হোসাইন বলেন, খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেছেন। আর এ উদ্বোধন কার্যক্রমের পরপরই বান্দরবানে এখন থেকে ই-পাসপোর্ট ইস্যু করা হবে।
বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা যায়, নিয়মিত, জরুরি, অতি জরুরি এ তিন ক্যাটাগরিতে ই-পাসপোর্ট আবেদন করা যাবে।
২০১৩ সালে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রা শুরু করে। বৃহস্পতিবার থেকে ই-পাসপোর্ট কার্যক্রমে অওতাভুক্ত হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, নারায়ণগঞ্জ, চাঁদপুর এবং বান্দরবান জেলা।
বিডি প্রতিদিন/এ মজুমদার