রাঙামাটিতে ই-পাসপোর্টের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও চাঁদপুরে যৌথভাবে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসময় রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যালয়ে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক শাহ অলিউল্লাহ, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রোমান ও রাঙামাটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল হক প্রমুখ।
রাঙামাটি পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. জাহিদুল হক বলেন, ই-পাসপোর্ট বহির্বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে এবং পাসপোর্টের নিরাপত্তা অধিকতর নিশ্চিতকরণসহ ই-পাসপোর্টের মাধ্যমে বিদেশ ভ্রমণ ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হবে।
বিডি প্রতিদিন/এমআই