করোনাভাইরাসের সংক্রমণের দিক বিবেচনা করে রাজবাড়ীতে সীমিত পরিসরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করা হচ্ছে।
আজ শুক্রবার সকাল ১০টায় রাজবাড়ী সরকারি কলেজ সংলগ্ন সাইলাস মিড মেমোরিয়াল ব্যাপ্টিস্ট চার্চে এ উৎসব পালন শুরু হয়। সকালে চার্চে আরাধনা, বাচ্চাদের উপহার প্রদান, কেট কাটার মধ্য দিয়ে এ বছর সীমিত আকারে অনুষ্ঠান পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফুজ্জামান, জেলা গোয়েন্দ সংস্থা এনএসআইয়ের উপ-পরিচালক শরিফুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, গত বছর এখানে বড় পরিসরে বড়দিনের উৎসব পালন করেছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ বছর করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে ধর্মীয় অনুশাসন মেনে দিবসটি পালন করা হচ্ছে। আমরা সবাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব, আগামী বছর যেন করোনার প্রভাব থেকে মুক্ত হয়ে উৎসবমুখর পরিবেশে বড়দিন পালন করতে পারি।
করোনার প্রভাবে কারণে এ বছর নগর কীর্তন, মধ্যান্যভোজসহ বেশকিছু আয়োজন বন্ধ রাখা হয়েছে বলে জানান চার্চের পালক জেমস হালদার ও সম্পাদক রবিন দে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ