সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে ফরিদুল আলম (৫৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরিদুল আলম ফৌজদারহাট এলাকার ফজলুল হকের ছেলে।
শুক্রবার সকালে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ফরিদুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ফৌজদারহাট এলাকার রফিকের বাড়ির পেছন থেকে ফরিদুল আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন