মুজিব শতবর্ষ উপলক্ষে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।
জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন নিরলসভাবে দেশের সংকট পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন। বিশ্ব মহামারি করোনাকে উপেক্ষা করে নিরীহ ও অবহেলিত জনগোষ্ঠীর কাছে ছুটে যান সব সময়ই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিক যাচাই-বাছাই ও পরীক্ষার মাধ্যমে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি। তার এমন অর্জনে কালিয়াকৈর উপজেলার প্রত্যেকেই আনন্দিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
তিনি জানান, কালিয়াকৈর উপজেলায় করোনাকালীন তিনি নিরলসভাবে কাজ করে গেছেন। একজন সাধারণ মানুষ তার কাছে কাজ নিয়ে গেলে অতি গুরুত্বের সাথে কাজ করে থাকেন। কালিয়াকৈর উপজেলা ডিজিটাল উপজেলা করার লক্ষ্যে তিনি করোনার সময়েও কাজ করে গেছেন।
গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই