পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সীমান্ত থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোনাপাতিলা নামক স্থান থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিব সূত্রে জানা যায়, সীমান্তে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল খালেকের নেতৃত্বে পঞ্চগড় ১৮ বিজিবির আওতাধীন সোনাপাতিলা বিওপির টহল দল সীমান্ত পিলার ৪১৪/২ এস থেকে ৩০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে সোনাপাতিলা নামক স্থান থেকে ১৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য ৬৪ হাজার ৪০০ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ