সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন (৬৬)। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার দুপুর ২টায় কটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে বিকেলে বীর নোয়াকান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার পর মোটর সাইকেলে করে কটিয়াদিতে একটি ওয়াজ মাহফিলে যাওয়ার সময় চারিপাড়া নামক স্থানে একটি পিকআপ মোটর সাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/আবু জাফর