নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘সাহায্যের হাত’ ও ‘সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র যৌথ উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে পায়ে হেঁটে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং, মিজমিজি, কদমতলী, শিমরাইল মোড় ও সাইলো এলাকায় পায়ে হেঁটে এ শীতবস্ত্র বিতরণ করে উক্ত সংগঠনের কর্মীরা।
এ বিষয়ে ‘সাহায্যের হাত’ এর সভাপতি রাজিব হোসেন বলেন, যারা সত্যিকারের অসহায় তাদের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। এজন্য আমরা রাতে বের হয়েছি।
এদিকে ‘সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা’র সভাপতি সুমন হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছি। যারা অর্থের অভাবে শীতবস্ত্র কিনতে পারেনি, তাদেরকেই আমরা কম্বল দিয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ‘সাহায্যের হাত’ এর উপদেষ্টা অব্দুল হান্নান শাহ্, সাইফুল ইসলাম, সহ-সভাপতি সিনবাদ হোসেন, সাধারণ সম্পাদক নূরুল আমিন, সাংগঠনিক সম্পাদক এম.এইচ সৈকত, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজু, সদস্য রিপন, সিদ্ধিরগঞ্জ মানব কল্যাণ সংস্থা'র সদস্য আজিজুল অপু, সোহেল, হিমেল, অন্তর, রকিব, নিলয়, তপু ও সিয়াম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন