বগুড়া ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. তারা মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে জেলার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর কালিতলা ফেরিঘাট এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানে তারা মিয়াকে গাঁজা বিক্রিকালে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি মামলা পাওয়া গেছে।
গ্রেফতার ব্যক্তি সারিয়াকান্দি উপজেলার শিমুল তাইড় গ্রামের বাসিন্দা। সারিয়াকান্দি থানায় নিয়মিত মাদক মামলাসহ আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই