২০২১ সালের জন্য ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় সংগঠনের কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদের এক সভায় টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থতি সদস্যদরে সর্বসস্মতক্রিমে নতুন কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি পদে একুশে টেলিভিশনের আজমীর হোসনে তালুকদার, সাধারণ সম্পাদক পদে বৈশাখী টেলিভিশনের শফিউল আজম টুটুল, সহ-সাধারণ সম্পাদক পদে নিউজ ২৪ এর এস এম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক পদে দীপ্ত টিভি'র খালিদ হাসান নির্বাচিত হন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহনা টেলিভিশনের রুহুল আমনি রুবলে, দপ্তর সম্পাদক পদে বিজয় টিভি'র মো: মাসুম খান, সাহিত্য সাংস্কৃতকি সম্পাদক পদে আনন্দ টিভি'র সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে মোহনা টিভি'র কাঠালয়িা প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন। নব গঠিত কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ এবং ডিবিসি নিউজ'র আল আমিন তালুকদারকে নির্বাহি সদস্য নির্বাচিত করা হয়।
বিদায়ী সভাপতি কাজী খললিুর রহমানরে সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ, নবগঠিত কমিটির সভাপতি আজমীর হোসনে তালুকদার, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহরিুল ইসলাম জলিল, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ তরুন সরকার, নির্বাহী সদস্য আল আমিন তালুকদার, এসএম রেজাউল করিম, খালিদ হাসান তালুকদার, ইব্রাহিম খান শাকলি, খলিলুর রহমান, মিঠুন চক্রর্বতী, খাইরুল ইসলাম পলাশ ও আতাউর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ