টাঙ্গাইলের সখীপুরে মাটি ভর্তি ট্র্রাকের ধাক্কায় শাজাহান আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মৃত আয়েত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, বাড়ির সামনে পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো শাজাহান আলী। এ সময় মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মৃত্যুবরণ করেন।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন