কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ রোহিঙ্গা নেতাদের মধ্যে এপিবিএন পুলিশ সদস্যরা তিন জনকে উখিয়া থেকে উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর সহতায় উখিয়ার হাকিমপাড়া থেকে তাদের উদ্ধার করেন এপিবিএন এর পুলিশ সদস্যরা।
উদ্ধার রোহিঙ্গা মাঝিরা হলেন টেকনাফের হোয়াইক্যং উনচিপ্রাং ক্যাম্পের এ-ব্লকের মাঝি মো. ইউসুফ (৪০) বি-ব্লকের মাঝি আবু মুসা (৩৯) ও ডি-ব্লকের মো. সাব্বির আহমদ (৪৩)। তবে একই ক্যাম্পের সি-ব্লকের আমান উল্লাহ (৪৫) ও বি-টু’র হেড মাঝি মো. রফিক (৪২) নিখোঁজ রয়েছেন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকালে উখিয়ার ১৪ নম্বর ক্যাম্প হাকিম পাড়ায় ব্লক-এ-৪ থেকে তিন জন রোহিঙ্গা নেতাকে উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার দুপুরে টেকনাফের ২২ নম্বর ক্যাম্প থেকে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে ৫ জন মাঝি অপহরণ হন। এর আগে এ দিন সকালে ২১ নম্বর চাকমারকূল ক্যাম্পে (পুথিবনিয়া) মিটিংয়ে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়েছিলেন তারা।
বিডি প্রতিদিন/আল আমীন