কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ ইউনিটের আহ্বায়ক রেজাউল হাবিব রেজার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রতিদিনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন এবং বিশেষ আলোচক ছিলেন নোয়াখালী জেলা বিআরডিবির উপপরিচালক হাফিজুর রহমান ও নিউজ ক্যাসেল বিডি ডট কমের সম্পাদক আজিজুর রহমান।
সভায় আরও আলোচনা করেন সাংবাদিক মনোয়ার হোসেন রনি, সংস্থার জেলা ইউনিটের সদস্য সচিব আমিনুল হক সাদী, করিমগঞ্জ ইউনিটের প্রতিনিধি শেখ আবুল মনসুর লনু, ইটনা ইউনিটের প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, তাড়াইল ইউনিটের প্রতিনিধি ডা. মোবারক হোসেন, কুলিয়ারচর ইউনিটের প্রতিনিধি আনোয়ারুল হক আমান, পাকুন্দিয়া ইউনিটের প্রতিনিধি এম এ হান্নান, কটিয়াদী ইউনিটের প্রতিনিধি সানজিদা ঊষা, কিশোরগঞ্জ সদর ইউনিটের প্রতিনিধি শামছুল মালেক চৌধুরী, হোসেনপুর ইউনিটের প্রতিনিধি উজ্জ্বল কুমার সরকার প্রমুখ।
এর আগে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণেরও আয়োজন করা হয়। পরে প্রশিক্ষণার্থীদেরকে সনদপত্র প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন