মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র আলতাফ হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্মরণসভায় আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফ্জ্জুামান শিখর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান বাচ্চু, মরহুমের ছেলে পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অ্যাডভোকেট শাখারুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/কালাম