বিপুল সংখ্যক মানুষ যেন করোনা টিকা গ্রহণ করতে পারে সেজন্য বগুড়ায় ২ দিনব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন রেজিস্ট্রেশন মেলা শুরু হয়েছে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এ মেলা চলবে। শুক্রবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে রেজিষ্টেশন মেলার উদ্বোধন করেন বগুড়া সিভিল সার্জন গাউসুল আজিম চৌধুরী। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন উপস্থিত ছিলেন। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করা যাবে।
সিভিল সার্জন জানান, রেজিস্ট্রেশন করতে যারা জটিলতার সম্মুখিন হচ্ছেন তাদের সেবা দেয়ার জন্যই এ মেলার আয়োজন। মানুষ যাতে এই সেবা গ্রহণ করে সহজেই টিকা নিতে পারেন সেজন্য দুদিনব্যাপী রেজিস্ট্রেশন মেলা চলবে।
উল্লেখ্য, করোনার টিকা পেতে বৃহস্পতিবার পর্যন্ত ২০ হাজার ২১৭ জন রেজিস্ট্রেশন করেছেন। বগুড়ার ১৫টি কেন্দ্রে টিকা গ্রহণ করেছেন ৮ হাজার ৫১৯ জন।
বিডি প্রতিদিন/আল আমীন