গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিরাজপুর এলাকার গতকাল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) মা মমতাজ ও তার মেয়ে ঝুমাকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারী) ওই ঘটনার সাথে জড়িত মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। কালিয়াকৈর থানার ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জামাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় মুক্তার হোসেনকে আটক করা হয়েছে। বাকি আরো আসামিদের আটক করার জন্য চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ