কক্সবাজারের টেকনাফের হ্নীলা কাস্টম ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার মূল্যের ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ ফেব্রুয়ারী) ভোররাতে উপজেলার হ্নীলা কাস্টমস ঘাট এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করেন বিজিবি সদস্যরা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের কাস্টমস ১নং ঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান ঢুকছে এমন তথ্য পেয়ে হ্নীলা বিওপির বিজিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি পলিথিন প্যাকেট ফেলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পরে ফেলে যাওয়া প্যাকেটটি উদ্ধার করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ান সদর দফতরে জমা রাখা হয়েছে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ইয়াবাগুলো ধ্বংস করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ