ময়মনসিংহের ফুলপুর উপজেলার রূপসী বাজার টু কুঁড়িপাড়া রাস্তায় খরিয়া নদীর উপর প্রায় ১০ বছর আগে সেতু নির্মাণ করা হলেও আজও পর্যন্ত হয়নি কোন রাস্তা। কাঁচা একটি রাস্তা থাকলেও স্থানে স্থানে ভেঙে যাওয়ায় যা চলাচলে অনুপযুক্ত হয়ে গেছে। পাকা রাস্তার অভাবে কুঁড়িপাড়া, ডেফুলিয়া, বাঁশতলা, রূপসী, বালিয়া ও বরইকান্দিসহ প্রায় ১০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।
রাস্তার অভাবে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজ পণ্যের ন্যায্যমূল্য বঞ্চিত হওয়াসহ ছাত্রছাত্রী, বৃদ্ধ, শিশু ও রোগী নিয়ে যাতায়াত সমস্যায় রয়েছেন এসব গ্রামের মানুষ। এই সেতুটির উভয় পাশে রাস্তা ভাঙা থাকায় এর উপর দিয়ে কোন গাড়ি চলাচল করতে পারে না।
বিল্লাল নামে এক ঠেলাগাড়িওয়ালা বলেন, এই রাস্তার কারণে আমরা ভাড়া টানতে পারি না। কুঁড়িপাড়া গ্রামের কৃতি সন্তান ক্রিকেটার রাকিবুল হাসানের বাবা বলেন, ছেলে বাড়িতে আসলে গাড়ি রূপসী বাজারে রেখে প্রায় ১ কিলোমিটার পায়ে হেঁটে আসতে হয়। বার বার আবেদন জানালেও আজও পর্যন্ত রাস্তাটি পাকাকরণ করা তো দূরের কথা মাটি পর্যন্ত ফেলানো হয়নি।
এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রকৌশলী মামুন-অর-রশিদ বলেন, রাস্তাটি এ অর্থ বছরে খুব শীঘ্রই সংস্কার করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ