গাজীপুরে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন--কুমিল্লা জেলার বি-পাড়া থানার দধিখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে মো: কাউছার (২৬) ও একই জেলার মুরাদনগর থানার নগরপাড় গ্রামের দুধ মিয়ার ছেলে মো: সেলিম (৪৫)।
র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) ভোর ৫টার দিকে গাজীপুর মহানগরের বাসন থানাধীন নলজানী এলাকার ঢাকা-গাজীপুর সড়কে অভিযান চালিয়ে কাউছার ও সেলিমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, একটি ট্রাক, নগদ দুই হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ