বাগেরহাটের মোরেলগঞ্জে ২০০ পিচ ইয়াবাসহ আপন দুই ভাইকে আটক করেছে পুলিশ। তারা হলেন- রনি হাওলাদার (৩২) ও তার ছোট ভাই হাসান হাওলাদার (২৭)। তারা থানা সংলগ্ন বারইখালী গ্রামের ছালাম হাওলাদারের ছেলে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির থেকে রনি ও হাসানকে আটক করা হয়।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ভাইকে আটক করে। তাদের দেহ ও ঘর তল্লাশি করে ৫ প্যাকেটে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর