১ মার্চ, ২০২১ ১৮:৩৫

নীলফামারীতে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে

‘নীলফামারী পৌরসভা’র উদ্যোগে নীলফামারীতে মশক নিধন কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার বিকালে শহরের পিটিআই মোড় থেকে আনন্দবাবুর পুল সড়কের ড্রেনে নিজ হাতে ফগার মেশিন নিয়ে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, সচিব মশিউর রহমান, প্যানেল মেয়র ঈসা আলী, কাউন্সিলর বাদশা আলমগীর, কাউন্সিলর কলিম উদ্দিন, স্বাস্থ্য পরিদর্শক মরতুজ আলী উপস্থিত ছিলেন।

নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, মশার বংশবৃদ্ধি রোধ এবং মশক নিধনে কার্যকরী উদ্যোগ নেয়া হয়েছে অন্যান্য বছরের মত এবারো। পৌরসভা করবে কিন্তু পাশাপাশি নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবসীর সহযোগীতা প্রয়োজন। তাহলে মশার উৎপাত কমবে এবং ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর