ফরিদপুরের চরভদ্রাসনে আজ মঙ্গলবার বেলা এগারটার দিকে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এর আগে ভোটার দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোর্তজা আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
নির্বাচন কর্মকর্তা জানান ‘বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরী নয়’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবসে নতুন ভোটারদের স্মার্ট ভোটার কার্ড বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        