যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা মুন্সিপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে বাচ্চু গাজী (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
নিহত বাচ্চু গাজী সদর উপজেলার বাউলিয়া গ্রামের রবিউল গাজীর ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।
বাচ্চু গাজীর ভাই সোহাগ গাজী বলেন, তার ভাই যশোর শহরের মুড়লী মোড়ে একটি মোটর পার্টসের দোকানে মোটর ম্যাকানিক হিসেবে কাজ করতেন এবং শহরের শংকরপুরে গোলপাতা মসজিদ এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করতেন।
যশোর কোতোয়ালী থানার এসআই আফম মনিরুজ্জামান জানান, মরদেহের কাছে রাস্তার পাশে রক্তমাখা ছুরি, স্যান্ডেল ও লুঙ্গি পাওয়া গেছে। মরদেহের জামার পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র ও একটি হত্যা মামলার রিকল (আদালত কর্তৃক জামিন সংক্রান্ত আদেশের কপি) পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/হিমেল