মুজিববর্ষে ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নে প্রয়াত দুই বীর মুক্তিযোদ্ধার নামে দুটি সড়কের নামকরণ করা হয়েছে। আর ১৭জন বীর মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত করে বাঁধাই করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান।
সেই সাথে টানিয়ে দিয়েছেন নামফলকও। এর আগে অযত্নে অবহেলায় থাকা কবরগুলো সংস্কার করতে নেয়নি কোন উদ্যোগ।
পূর্বছাতনাই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী বলেন, চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যেগে দুটি সড়কের নামকরণের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার কবর চিহ্নিত করে পাকা করে দিয়েছেন। এটি একটি প্রশংসীয় উদ্যোগ।
এই প্রজন্মের সাইফুর রহমান সুজন বলেন, আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস শুনেছি। মুজিব বর্ষের এই মার্চ মাসে চেয়ারম্যান স্ব-উদ্যোগে কবর চিহ্নিত করে বাঁধাই করে দিয়েছেন। যা নি:সন্দেহে একটি দৃষ্টান্তমূলক কাজ।
এ ব্যাপারে ডিমলা উপজেলার পুর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, নতুন প্রজন্মের কাছে এই ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে সেখানে এই উদ্যোগ।
বিডি প্রতিদিন/হিমেল