করোনা মোকাবিলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান ও জনসচেতনতা বৃদ্ধিকল্পে মঙ্গলবার গাজীপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় ৬টি মামলায় অর্থদন্ড আদায় করা হয়। গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা, ভোগড়া ও সালনা বাজার এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয় ও করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানে সচেতনতা সৃষ্টি করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার