নওগাঁর পত্নীতলায় ভূটভুটির মেশিনে গলার চাদর পেঁচিয়ে চালক এনামুল হক বকুলের (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার কাশিপুর-ঠুকনিপাড়া সড়কের নবনির্মিত কারিগরি ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এনামুল হক পার্শ্ববর্তী উপজেলা ধামইরহাটের সিলিমপুর গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে এনামুল হক ভূটভুটি চালিয়ে নজিপুর নতুনহাটে মাছ আনার সময় পথে ভূটভুটির মেশিনের সাথে গলায় থাকা চাদর পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই এনামুল হকের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর