কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ১৬ ব্যাটালিয়নের আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা। শুক্রবার সন্ধ্যার দিকে টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এপিবিএন সদস্যরা লেদা ২৪ নম্বর এলএমএস ক্যাম্পের আইওএম হাসপাতাল এবং ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যবর্তী রাস্তার ওপর অভিযান চালায়। এসময় বি-ব্লকের ১৪৪ নম্বর রুমের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ নুরকে (২৮) ১ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
ইয়াবাসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই