বগুড়া শহরের সাতমাথা এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। শনিবার বেলা ১১টায় এ মাস্ক বিতরণ করা হয়। এসময় রাগেবুল আহসান রিপু পথচারীদের সরকারী নির্দেশনা অনুযায়ী চলাফেরা এবং মুখে মাস্ক ব্যবহারের জন্য আহ্বান জানান।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, মাশরাফী হিরো, আনোয়ার পারভেজ রুবন, খালেকুজ্জামান রাজা, কামরুল হুদা উজ্জ্বল, আলমগীর হোসেন স্বপন, খাদেমুল ইসলাম আপেল, সনৎ কুমার সরকার, আসলাম হোসেন, আরিফুল ইসলাম শাওন, তৌহিদ আহম্মেদ, আসিফ হাসান সিজান, সানোয়ার হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা