নীলফামারীর সৈয়দপুর প্রেস ক্লাবের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাব চত্ত্বরে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সৈয়দপুর প্রেস ক্লাব সভাপতি আমিনুল হক।
এ সময় সৈয়দপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি নজির হোসেন নজু, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন লুতু, সহ-সাধারণ সম্পাদক এম ওমর ফারুক, দপ্তর ও ক্রীড়া সম্পাদক গোপাল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিলন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুন্নিসা, কার্যকরী সদস্য কাজী জাহিদ, নজরুল ইসলাম, আখতারুল ইসলাম মৃধাসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সেখানে পথচারী, রিকশা, ভ্যান ও অটোচালকসহ যাত্রীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এরপর শহরের বঙ্গবন্ধু চত্বরে ট্রাফিক পুলিশ বক্সের সামনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। বিতরণকৃত করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল মাস্ক, সাবান ও স্যানিটাইজার হ্যান্ড স্প্রে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন