১৮ এপ্রিল, ২০২১ ১৯:২৮

ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের জন্য ৫ টাকায় ইফতার

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের জন্য ৫ টাকায় ইফতার

চলমান সরকারি বিধিনিষেধে বন্ধ রয়েছে কর্মক্ষেত্র। যারপরনাই কষ্টে দিন কাটছে নিম্নআয়ের অসংখ্য মানুষের। সারাদিন রোজা রেখেও ঠিকমতো মিলছে না ইফতারি। তবে তাদের জন্য ময়মনসিংহে এবার নামমাত্র পাঁচ টাকা মূল্যে ইফতারি বিতরণের ব্যবস্থা করেছে জেলা পুলিশ। 

পুলিশ জানায়, প্রতিদিন ২০০ জন কর্মহীন অসহায় মানুষেরে কাছে এ ইফতারি তুলে দিচ্ছেন তারা। বিকেলে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান। যা চলবে রমজান মাসজুড়ে। প্রথমদিন নগরীর টাউনহল এলাকায় ও দ্বিতীয় দিন পাটগুদাম এলাকায় জেলা পুলিশের এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পুলিশ সূত্র জানায়, ৫ টাকার ইফতারে খরচ হয়েছে প্রায় ৬০ টাকা। এতে থাকছে মুড়ি, ছোলা, পিয়াজু, বেগুনী, খেঁজুর, শসা, আঙ্গুর, কলা ও জিলাপি। নগরীর বিভিন্ন স্থানে প্রতিদিন ২০০ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে এই ইফতার সামগ্রী।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, জেলা পুলিশের কর্মকর্তাদের বেতনের টাকায় এই উদ্যোগ নেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর