নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামের কৃষক মো. রইচ উদ্দিন সোনারের রাতের আঁধারে ১২ শতাংশ জমির ধান চুরি করে কেটে নিয়েছে হরিদাখলসী চক কেশবপুরের মোস্তফা প্রামাণিক মোস্তু। এ অভিযোগ করে ভুক্তভোগী রইচ উদ্দিন বলেন, আমি ১২ শতাংশ জমি সোহেল রানার কাছ থেকে বন্ধক নিয়ে তাতে ধান চাষ করি।
ধান কাটার উপযুক্ত হলে গত রাতে মোস্তু পাং তা কেটে নিয়ে নিজ বাড়িতে তোলে। এ বিষয়ে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার দেন তিনি। অভিযুক্ত মোস্তুকে বাড়িতে না পাওয়া গেলে তার পুত্রবধু জমি তাদের দাবি করে দায় স্বীকার করে এবং বলেন, আমার শ্বশুর ধান কেটে এনেছে। জমির মালিক সোহেল রানা জানান, উক্ত জমির খাজনা খারিজসহ সমস্ত বৈধ কাগজ আমার রয়েছে। স্থানীয় এলাকাবাসী মোয়াজ্জেম হোসেন মজনু ও গফুর সরদার বলেন, মোস্তু সব সময় মানুষের সাথে বিবাদ সৃষ্টি করে।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান ভুক্তভোগী রইচ উদ্দিন আমাকে জানানোর পরে আমি সরজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাই এবং মোস্তুকে ডাকা হলে সে ডাকে সাড়া দেয়নি।
বিডি প্রতিদিন/আল আমীন