মুন্সীগঞ্জের চরাঞ্চলে ঈদ উপহার পেয়ে মুন্সীগঞ্জের আড়াই হাজার কর্মহীন পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। রবিবার দুপুরের সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের দক্ষিন চরমশুরায় এই ঈদ উপহার বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা মাহমুদুর হাসান সাদি ভূইয়ার অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পরা আড়াই হাজার পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রীপিস, চাল, ডাল, লবন, সেমাই, চিনি, তেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করা হয়।
জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়া উপস্থিত থেকে চরাঞ্চলের ওই সমস্ত অসহায় পরিবারগুলো মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। উপস্থিত ছিলেন চরমশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য মন্টু দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/আল আমীন