গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সোমবার সকাল থেকে বিভিন্ন যানবাহন দিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। এই লক্ষ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সালনা হাইওয়ে থানার পুলিশ যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে।
সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ১৫০ জন পুলিশ সদস্য, একজন এএসপি, একজন এডিশনাল এসপি সহ যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছে। তবে আগামীকাল থেকে লোকজনের সমাগম বেশি হবে। তবে লাইসেন্সবিহীন যানবাহন জাতি প্রবেশ না করতে পারে সেদিকে নজরদারি রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ