নওগাঁয় করোনাভাইরাসে কর্মহীন, দিনমজুর, অসহায় ও দুস্থ সাড়ে ৩ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এফবিসিসিআই’র পরিচালক ও নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে শহরের বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, বরুনকান্দি মহল্লা ও পিরোজপুর এলাকায় ঈদ উপহার বিতরণ করেন ইকবাল শাহরিয়ার।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর হোসেন, ভিলেজ ল্যাবরেটরি ক্লাবের সভাপতি এসএম শহিদুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান আপেল, মহিবুর, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মাহবুব সারোয়ার, ইসলাম এন্টারপ্রাইজের নির্বাহী পরিচালক সোহেল রানা প্রমুখ।
উপহারের মধ্যে ছিল চাল ৫ কেজি, সুগন্ধি চাল ১ কেজি, মসুর ডাল ১ কেজি, সেমাই, চিনি ও ছোলা ১ কেজি, দুধ ৭৫০ গ্রাম এবং তেল ২৫০ গ্রাম। করোনাভাইরাস প্রতিরোধে মাস্কবিহীন মানুষদের মাঝে মাস্কও বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই