১২ মে, ২০২১ ১৯:০৬

গৌরনদীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠীতে বাস ও মাহেন্দ্রা সংঘর্ষে ২ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। বুধবার এই দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেছে। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম মুঠোফোনে জানান, নিহতরা ঈদ উপলক্ষে মাদারীপুরের দিক থেকে একটি থ্রি-হুইলার যোগে বরিশালের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহি বাস। মহাসড়কের আশোকাঠী এলাকা অতিক্রমকালে ওই বাস ও থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই থ্রি-হুইলারের দুই যাত্রী নিহত এবং চালকসহ ২ জন আহত হয়। 
 
নিহতরা হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে মো. রাকিবুল হাসান রাহাত (৩৪) ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার মৃত সাহেব আলী খলিফার ছেলে আল আমিন (৩২)। দুর্ঘটনায় আহত থ্রি-হুইলারের অজ্ঞাতনামা চালক এবং ফোরকান নামে এক যাত্রীকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

এদিকে দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন হাইওয়ে থানার ওসি মো. মনিরুল ইসলাম।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর