রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের নিজস্ব অর্থায়নে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ১২ হাজার পরিবার পেলেন ঈদ উপহার।
বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সদর ইউনিয়ন ও জামালপুর ইউনিয়নে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
গত শনিবার (৮ মে) পাংশা উপজেলার কলিমোহর ও বাবুপাড়া দুইটি ইউনিয়নের ৪শ’ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।
এছাড়া কালুখালী উপজেলা ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের কাছে ঈদ উপহার পৌছে দেন জিল্লুল হাকিমে। ঈদকে সামনে রেখে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই, শাড়িসহ বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/কালাম