নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শহরের নিচাবাজার চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রউফ সরকার, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মকসেদ আলী মোল্লা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আবুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাকিব বাকি, আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল রাজাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে নাটোর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
বিডি প্রতিদিন/এমআই