বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড'র ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে আজ শুক্রবার সকাল ১০ টায় সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কাল্ব'র জেলা ব্যবস্থাপক জুড গমেজ। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার।
দি কো অপারেটিভ কাল্ব'র সহযোগিতায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক হারুন অর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহজাহান আলী খান, কোষাধক্ষ মনিরুল ইসলাম, পরিচালক হরিচাদ কুন্ডু, সদস্য জসিম উদ্দিন শাহীন ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম।
সভা শেষে ক্রেডিট ইউনিয়নের সর্বোচ্চ সঞ্চয় আমানতকারি ও নিয়মিত সঞ্চয় পরিশোধকারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির