বগুড়া শাজাহানপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাদলা ইউনিয়ন। সোমবার বিকেলে উপজেলার ডেমাজানি শ ম র উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে আশেকপুর ইউপিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মাদলা ইউপি অনূর্ধ্ব-১৭ বালক একাদশ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোতারব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আটল, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, আশেপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু।
আরও উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানউল হক ছানা, ডেমাজানী শ ম র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মতি, মাঝিরা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হালিম দুদুসহ অন্যান্য কর্মকর্তারা। উপজেলা প্রসাশনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে উপজেলার ৯টি ইউনিয়নের ৯ দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এমআই