বগুড়ার শাজাহানপুরে হারান সাধু (৬৫) নামে হিন্দু সম্প্রদায়ের এক বৃদ্ধের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলার আড়িয়া পালপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। মৃত হারান সাধু বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের নিজগ্রাম হিন্দুপাড়ার মৃত রাখাল চন্দ্রের ছেলে।
নিহত হারান সাধুর ছেলে লালন চন্দ্র জানান, তার বাবা বিভিন্ন এলাকায় গানবাজনা করে সাধুগিরি (ভিক্ষা) করতেন। প্রতিদিনের মত সোমবার সকাল ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বেলা ১২ টার দিকে আড়িয়া পালপাড়ায় তার বাবার মৃত্যুর খবর পান।
আড়িয়া পালপাড়ার স্থানীয় লোকজন জানান, হারান সাধু আড়িয়া পালপাড়ার গোপাল চন্দ্রের বাড়ির সামনে গানবাজনা করছিলেন। হঠাৎ করে বুকে ব্যথা করছে বলে মাথা ঘুরে পড়ে যান। এসময় তার হাতে থাকা করতাল (জুরি) মাথার নিচে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শাজাহানপুর থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, হারান সাধুর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত