কক্সবাজারের টেকনাফের হ্নীলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটকা করেছে। কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার বিকালে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া মোনাফ মেম্বারের রাইচ মিলের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা রঙ্গিখালী জকির আহমদের পুত্র মো. আল মামুন ওরফে ফাহিম (১৯) এবং পূর্ব ফুলের ডেইলের মো. সালেহর পুত্র মো. পারভেজ ওরফে মোশারফকে (১৯) ১টি পলিথিন ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে পলিথিন ব্যাগ তল্লাশি করে ৭ হাজার
৭৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন